ষ্টাফ রিপোর্টার ॥ বরিশাল র্যাব-৮ এর অভিযানে বিপুল পরিমান অস্ত্র গোলাবারুদ সহ মোঃ মজিবর রহমান নামের এক জনকে আটক করা হয়েছে। গতকাল সন্ধায় র্যাবের প্রেরিত মেইলের মাধ্যমে জানান, গত ২৩ জুলাই র্যাব- এর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে বাগেরহাট জেলার মংলা থানাধীন পশুর নদীর পাড়ে পিকনিক কর্ণার ঘাট এলাকায় একজন অবৈধ অস্ত্র তৈরি ও সরবরাহকারী রয়েছে। পরে সেখানে র্যাব পৌছালে পালানো কালে মজিবর কে আটক করা হয়। আটককালে তার নাম মোঃ মজিবর রহমান (৫৫) তিনি মৃতঃ তোফাজ উদ্দিনের ছেলে বলে জানায়। পরবর্তিতে র্যাবের জিজ্ঞাসাবাদে মজিবর তার কাছে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৫টি পাইপগান, ১টি লোহা কাটার মেশিন, ৪টি লোহা কাটার ব্লেড, ১টি স্যান্ড পেপার, ১টি ছোট কুড়ার, ১টি ছোট হ্যামার, ৫টি লোহার পাইপ, ১টি বাটারি, ১টি ক্লিনিং রড, ১টি রিকয়েল স্প্রিং, ১টি ছুড়ি, ১টি মোবাইল, ও নগদ ১,১২৫ টাকা উদ্ধার করা হয়। যার কোন বৈধ কাগজপত্র র্যাবকে দেখাতে পারেনি। র্যাবের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আরো স্বীকার করে দীর্ঘদিন যাবত সে দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র তৈরি করে বিক্রয় করে আসছে।
Leave a Reply