বাউফল প্রতিনিধি ॥ চলতি বছরের মার্চ মাসে বাউফলের ইউপি নির্বাচন হওয়ার কথা রয়েছে৷ আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বাউফলের রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। চায়ের দোকান থেকে শুরু করে বাড়িতে বাড়িতে প্রচারণা শুরু করে দিয়েছে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। প্রার্থীরা সবাই নিজের কায়দায় চালাচ্ছে প্রচারণা। প্রচারণা চালাচ্ছে অনেক নতুন মূখ তবে পিছিয়ে নেই যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতারা। ছাত্রলীগ নেতারা প্রকাশ্যে নির্বাচন করার ঘোষণা না দিলেই দলীয় মনোনয়ন পেতে গোপন চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকে অভিনব কায়দায় চালাচ্ছেন প্রচারণা। কে পেতে পারে দলীয় মনোনয়ন এ নিয়ে জনগণ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। উপজেলার ১৫টি ইউনিয়নের জনগণের তথ্য মতে জানা যায়, আওয়ামী নেতা কর্মীরা প্রচার প্রচারণার হিড়িক ফেললেও পক্ষান্তরে বিএনপি জামায়াত ও জাতীয় পার্টির নেতা কর্মীদের ভিতরে তেমন কিছু লক্ষ করা যাচ্ছে না। কিন্তু জনগণ কোন প্রতিক নয় ভালো ব্যক্তিকে নির্বাচিত করতে চায়। বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ভোটার মোঃ রফিক শিকদার (৫০) বলেন, বর্তমান সরকারের আমলে দেশে চেহারা বদলে গেছে। উন্নয়নের মহাসড়কে পৌছে গেছে বাংলাদেশ কিন্তু আমাদের বাউফলে কোন উন্নয়ন নেই। ভালো ব্যক্তি যে উন্নয়ন করবে আমরা তাকেই ভোট দিতে চাই। তিনি আরো বলেন, আওয়ামীলীগ ও বিএনপি সব দল ভালো প্রার্থীকে দলীয় প্রতিক দিবে বলে আমরা আশাবাদী। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকায় আতংকিত সাধারণ জনগণ। বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আসম ফিরোজের সমর্থন পেতে মনোনয়ন প্রত্যাশী অনেক নেতাদের মধ্যে আগ্রহ রয়েছে, তারা বিভিন্ন ভাবে যোগাযোগ রাখছেন তার সাথে। তবে প্রবীণ সিনিয়র অনেক নেতা ও বর্তমান যুবলীগ, সেবকলীগ ও ছাত্রলীগের কনিষ্ঠ নেতাকর্মীরা মনোনয়নের জন্য যোগাযোগ রাখছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের সাথে। অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি(একাংশ) ইঞ্জিনিয়ার একেএম ফারুক তালুকদারের সমর্থন লাভের আশায় অনেকে গোপনে যোগাযোগ রেখে চললেও কেউ কেউ আবার যোগাযোগ রাখছেন বিএনপি দলীয় সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সঙ্গে। সাম্প্রতিক সময়ে বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসম ফিরোজ এমপি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র মোঃজিয়াউল হক জুয়েল ধারাবাহিকভাবে উপজেলার প্রত্যেক ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামশেদ বলেন, মার্চ ২০২১ নির্বাচনে কারো পছন্দের নয় দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে ত্যাগী নেতাদের দলীয় মনোনয়ন দেয়া হবে।
Leave a Reply