দখিনের খবর ডেস্ক ॥ বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহির বিরুদ্ধে মৃত শিক্ষানবিশ আইনজীবী রেজাউলের বাবার দায়ের করা একটি মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে। জেলা নির্বাহী আদালতে দায়েরকৃত মামলাটি বাদী-বিবাদীর উপস্থিতিতে আজ রোববার শুনানি করেন বিচারক রুমানা ফারহানা। দীর্ঘ এক ঘণ্টার শুনানিতে বাদীর আইনজীবী এসআই মহিউদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে না পারায় বিচারক মামলাটি খারিজ করে দেন। বিকেলে এসআই মহিউদ্দিনের আইনজীবী অ্যাডভোকেট কাজী মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মারধরসহ প্রাণনাশের হুমকি অভিযোগ এনে মৃত আইনজীবী রেজাউলের বাবা ইউনুস মুন্সি বাদী হয়ে গত ১৭ জানুয়ারি নির্বাহী আদালতে মামলাটি করেছিলেন। অবশ্য এর আগে পুলিশ কর্মকর্তার নির্যাতনে তার ছেলের মৃত্যুর অভিযোগ এনে প্রথমে আরও একটি মামলা করেছিলেন। ওই মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) তদন্তধীন থাকা অবস্থায় গত ১৫ জানুয়ারি তাকে এসআই মহিউদ্দিন সাগরদী এলাকায় মারধর করাসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন, এমন একটি নতুন অভিযোগ আনেন এবং ১৭ জানুয়ারি নির্বাহী আদালতে মামলা করেন (মামলা নম্বর ১০/২১)। অবশ্য এরই মধ্যে প্রকাশ পেয়েছে, পুলিশের নির্যাতনে নয়, শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে নেশার কারণে। শেবাচিম হাসপাতালের চিকিৎসকেরা মৃত্যু কারণ খুঁজতে গিয়ে এমনটা নিশ্চিত হয়েছেন। গত ১৭ জানুয়ারির মামলাটি যে একটি নাটকীয় ঘটনা এবং এসআই মহিউদ্দিনকে বেকায়দায় ফেলতে করা হয়েছে তা কারওই বোঝার অপেক্ষা ছিল না। যে বিষয়টি আদালতে রোববার উভয়পক্ষের দীর্ঘ শুনানীতে উঠে এসেছে বলে জানান অ্যাডভোকেট কাজী মনিরুল ইসলাম। মনিরুল বলেন, মামলাটি যে পুলিশ কর্মকর্তাকে হয়রানির উদ্দেশে করা হয়েছে, তা যুক্তি-প্রমাণ দিয়ে আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। সঙ্গত কারণে বিচারক মামলাটি খারিজ করে দিয়েছেন। এদিকে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু পর এসআই মহিউদ্দিনকে ক্লোজড করে পুলিশ লাইনসে রাখা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।
Leave a Reply