স্টাফ রিপোর্টার ॥ প্রথম ভ্যাকসিন শরীরে প্রয়োগ করে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না আমিন বরিশাল বিভাগের এবং শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বরিশাল মহানগরীতে মহামারি করোনার টিকা দেয়ার কার্যক্রমের সূচনা করেছেন। বরিশালের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোববার থেকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে টিকা দেয়ার আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুর ১২টায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রথম টিকা নেন নাসরিন জাহান রত্না আমিন এমপি। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। বরিশাল মহানগরে সিটি কর্পোরেশনের অধীনে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয় সকাল ১০টায় শেবাচিম হাসপাতালে। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের শরীরে প্রথম ভ্যাকসিন প্রয়োগ করা হয়। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
Leave a Reply