গলাচিপা প্রতিনিধি ॥ গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ সাহিন রোববার সকাল ১০টা ৫৮ মিনিটের সময় কোভিড-১৯ টিকা গ্রহণ করে উপজেলায় এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহিন। বিশেষ, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার, কর্মকর্তা ইনচার্জ মো. মনিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান ইমরান ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। টিকা গ্রহণের ৪০ মিনিট পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন,“ মানুষ যেন টিকা নিয়ে কোন বিভ্রান্তি ছড়াতে না পারে সে জন্য আমি প্রথম টিকা নিয়েছি। এখন পর্যন্ত আমার কোন পাশর্^ প্রতিক্রিয়া দেখা দেয়নি। আমি ভাগ্যবান উপজেলায় প্রথম টিকা গ্রহণকারী হিসেবে।” গলাচিপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলম বলেন, শনিবার রাত ১২টা পর্যন্ত ৫০০ জন রেজিস্ট্রেশন করেছেন। রোববার উদ্বোধনী দিনে ৬০জনকে এ টিকা দেওয়া হবে। সোমবার থেকে ৩টি বুথে প্রশিক্ষিত ছয়জন সেবিকা ও ১২জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা আছে। প্রতিদির সাড়ে ৪০০ জনকে কভিড-১৯ ভ্যাকসিন দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পরে গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ সাহিন, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার, কর্মকর্তা ইনচার্জ মো. মনিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান ইমরান ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় টিকা নিয়েছেন। এর পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও নার্সসহ তালিকাভূক্তরা টিকা নিয়েছেন। উল্লেখ্য, গলাচিপায় কোভিড-১৯ ভাইরাস ১৩৫ জন রাঙ্গাবালী ১৩জনের সনাক্ত হয়। এর মধ্যে গলাচিপায় ১০ ও রাঙ্গাবালীতে একজনের মৃত্যু হয়।
Leave a Reply