দখিনের খবর ডেস্ক ॥ পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে ‘জগ’ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুমের সমর্থক রাকিবুল ইসলাম দীপ্তকে (২২) হত্যাচেষ্টার মামলায় শহর ছাত্রলীগ সভাপতিসহ দু’জনকে কারাগারে পঠিয়েছেন আদালত। গতকাল রোববার পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক মো. জামাল হোসেনের আদালতে কলাপাড়া শহর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জান শুভ ও তার সহযোগী ছাত্রলীগ নেতা আলিফ মাহমুদ রুদ্র স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে নামঞ্জুর করেন। এর আগে ২৭ জানুয়ারি বিকেলে দীপ্তর মা মোসা. সেলিনা বেগম বাদী হয়ে শহর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জান শুভ ও তার সহযোগী আলিফ মাহমুদ রুদ্রসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শহরের মনোহরপট্টি তিন রাস্তার মোড়ে আসাদুজ্জামান শুভ ও তার সহযোগী আলিফ মাহমুদ রুদ্রসহ অজ্ঞাতনামা ৮-১০ জন ধারালো অস্ত্র দ্বারা দীপ্তকে হত্যাচেষ্টা চালান। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় দীপ্তকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে দীপ্তকে বরিশাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
Leave a Reply