নাজিরপুর প্রতিনিধি ॥ নাজিরপুরে আধিপত্য বিস্তারের ঘটনায় ২ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দেওয়া তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগে দায়ের হওয়া মামলায় ছাত্র ও যুবলীগের অভিযুক্ত ২২ জনের জামিন দিয়েছেন আদালত। সোমবার ৮ ফেব্রুয়ারি উচ্চ আদালতের বিচারপতি কেএম জাহিদ সারোয়ার ও জাকির হোসেনের সমন্বিত বেঞ্চ তাদের সাতজনকে জামিন দেন। জামিনপ্রাপ্তরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল বেপারী, সাংগঠনিক সম্পাদক এনামুল বেপারী, শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিপলব শেখ, ওই ইউনিয়নের ভীমকাঠী ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন শেখ সহ সাতজনকে সোমবার উচ্চ আদালত জামিন দেওয়া হয়। এ ছাড়া ওই মামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শ.ম মিজানুর রহমানসহ অন্য ১৫ জন গত ২৬ জানুয়ারি পিরোজপুর আদালত থেকে জামিন লাভ করেন। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি রাতে ওই বন্দরের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিঠু, ওই বন্দরের ব্যবসায়ী সমিতি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রনি হাওলাদার ও উপজেলা যুবলীগ সহ-সভাপতি ওই বন্দরের ব্যবসায়ী ফারুক হওলাদার এ ৩ জন দলীয় কাজ শেষে উপজেলার শ্রীরামাকাঠী বন্দরের নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ওই বন্দর সংলগ্ন ভীমকাঠীর বালা বাড়ির কাছে পৌঁছালে সন্ত্রাসীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে তাদের গতি আটকে দেয়। এ সময় সন্ত্রাসীরা মিঠু ও রনির হাত-পা ভেঙে দেওয়াসহ ফারুক হওলাদারকে পিটিয়ে জখম করে।
Leave a Reply