নিজস্ব প্রতিবেদক ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় গত ০৭ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ সমগ্র বাংলাদেশব্যাপি একযোগে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচি চালু হয়। তারই ধারাবাহিকতায় বিভাগীয় পুলিশ হাসপাতাল, বরিশালে, ১১ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ সকাল ১১ঃ৩০ ঘটিকায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় টিকা গ্রহণ করেন। এসময় টিকা গ্রহণ করেন সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু বিএমপি কমিশনার ) প্রকৌশলী শাহেদ চৌধুরী সহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তানৃন্দ। বিএমপি কমিশনার টিকা সম্পর্কে মনগড়া ও ভ্রান্ত ধারণায় বিভ্রান্ত না হয়ে বিএমপি পরিবার সহ সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, সম্মুখ যোদ্ধা হিসেবে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে সাধারণ মানুষের করোনা মোকাবেলায় যেমন পাশে থেকেছি, তেমনি করোনা টিকা গ্রহণ করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও জনগণকে উদ্বুদ্ধ করতে আমরা অগ্রভাগে ভ্যাকসিন গ্রহণ করছি, যা সম্পূর্ণ নিরাপদ। এ-সময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার বিএমপি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply