পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে ১৯টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা সবগুলোতেই বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল গভীর রাতে ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ খান। নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের মো.দেলোয়ার হোসেন ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আবুল কালাম আকন পেয়েছেন ১২২ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী শহীদুল হক খান পান্না। তিনি পেয়েছেন ১৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী সৈয়দ সাব্বির আহমেদ পেয়েছেন ৮৪ ভোট। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি এ কে এম আউয়াল ও উত্তম কুমার ঘোষ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. বাহাদুর হোসেন ও দিলীপ কুমার মাঝী, অর্থ সম্পাদক দেব প্রসাদ শীল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), গ্রন্থগার ও পরিসম্পদ সম্পাদক আবদুল হালিম শরীফ, আপ্যায়ন সম্পাদক মো. মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পারভীন লুবনা জাহান, খেলাধুলা সম্পাদক কমল মজুমদার তিমির (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), হিসাব নিরীক্ষক সম্পাদক রফিকুল ইসলাম। সদস্য পদে নির্বাচিতরা হলেন- মোহম্মদ আলী সিকদার, রফিকুল ইসলাম শিমুল, চিন্ময় গোলদার, সরজীত কুমার অধিকারী, মাহমুদ হোসেন নাসিম, সাইদুর রহমান টিটো ও মুজিবর রহমান। নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ২৯২ জন ভোটারের মধ্যে ২৬৩ জন সদস্য ভোট প্রদান করেন।
Leave a Reply