দখিনের খবর ডেস্ক ॥ জেলার গৌরনদী উপজেলার মাগুরা-মাদারীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরী নিয়োগে ঘুষ গ্রহনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। রবিবার সন্ধ্যায় এলাকাবাসীর ব্যানারে মাদ্রাসা সংলগ্ন রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন নিয়োগ বঞ্চিতরা। এসময় বক্তারা মাদ্রাসার সুপার ফরিদ উদ্দিন মিয়া ও ডিজির প্রতিনিধি ইয়াসমিন পারভীনের ঘুষগ্রহনের চিত্র তুলে ধরেন। এসময় বক্তারা বলেন, গত তিন মাস পূর্বে মাগুরা-মাদারীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরী নিয়োগের জন্য নোটিশ দেয়া হলে আটজন প্রার্থী আবেদন করেন। ১৩ ফেব্রুয়ারি বরিশালের একটি মাদ্রাসায় নৈশ প্রহরী নিয়োগের জন্য লিখিত পরিক্ষা নেয়া হয়। সেখানে অনিয়মের মাধ্যমে নৈশ প্রহরী নিয়োগ দেয়া হয়। বক্তারা বর্তমান নিয়োগ বাতিল করে স্বচ্ছভাবে পূনরায় নৈশ প্রহরী নিয়োগের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সুপার ফরিদ উদ্দিন মিয়া জানান, কেবল পরিক্ষা নেয়া হয়েছে। এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। অথচ একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে।
Leave a Reply