রাকিবুল হাসান, বাবুগঞ্জ প্রতিনিধি ॥ মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে গেল ২২ জানুয়ারী ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জমি ও গৃহ প্রদানের লক্ষে দলিল হস্তান্তর করা হয়েছে। এরপর থেকেই বরিশাল বাবুগঞ্জ উপজেলায় ভূমিহীনদের জন্য বরাদ্ধকৃত ঘর নির্মান প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে। এদিকে বাবুগঞ্জ উপজেলার ভূমিহীনদের জন্য নিজস্ব অর্থায়নে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ১২ কর্মকর্তার নিজস্ব অর্থায়নে একটি গৃহহীণ পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের উত্তর রহমতপুর এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ,সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান,বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর জেনারেল ম্যানেজার মৃদুল কান্তি চাকমা,জাতীয় পার্টির আহ্বায়ক মকিতুর রহমান কিসলু,উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অয়ন সাহা, রহমতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সরোয়ার মাহমুদ,পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার জাহিদা খানম,ইউপি সদস্য জিয়াউল হক প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম জানান, প্রাথমিক অবস্থায় উপজেলাব্যাপী ১১০ টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে আরো ৬০ টি ঘর যার নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মোট ১৭০ টির ঘর প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারি জায়গায় তৈরি করে দেওয়া হবে। এছাড়াও আরো ৫ টি ঘর এ উপজেলার জনপ্রতিনিধি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা নিজ অর্থায়নে প্রধান করেছেন।
Leave a Reply