আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৪নং গৈলা মডেল ইউনিয়নে নতুন প্রজন্মের ১৫শ জনের মধ্যে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চত্তরে “নতুন প্রজন্মের ভোট, নৌকায় হোক,” আমরাই গড়বো ডিজিটাল বাংলাদেশ’ এই ম্লোগানে বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র শুভেচ্ছা স্মারক সম্বলিত নতুন প্রজন্মের নাগরিকদের পরিচয়পত্র হিসেবে ১৫শ জনের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে ডিজিটাল স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুর সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণের সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত। নির্বাচন কমিশন কর্তৃক তৈরীকৃত স্মার্ট কার্ড বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, উপজেলা যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, সাবেক ছাত্রলীগ নেতা সবুজ আকন, আশ্রাফুল আলম দুলাল, ইলিয়াস শরীফ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, সিনিয়র সহ-সভাপতি উজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক নান্নাসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে জেলা আওয়ামী লীগ সভাপতি দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ও তরুন প্রজন্মের অহংকার সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র শুভেচ্ছা জানিয়ে নতুন প্রজন্মের প্রথম ভোট স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল ‘নৌকা’য় দেয়ার আহ্বান জানান।
Leave a Reply