গলাচিপা প্রতিনিধি ॥ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গলাচিপায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে প্রথমবারের মতো মাসব্যাপী অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক প্রামাণ্য চিত্র প্রদর্শণী ও শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. নিজাম উদ্দিন তালুকদার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মু. নুরুল ইসলাম ধলা। মেলায় রয়েছে চারটি প্যাভিলিয়নসহ শতাধিক স্টলের সমাহার। প্যাভিলিয়নসহ স্টলগুলোতে রয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক প্রামাণ্যচিত্র, ইলেকট্রনিক পণ্য, তৈজষপত্র, তৈরি পোশাকসহ বিভিন্ন সামগ্রী। এ ছাড়া কক্সবাজার থেকে রাখাইন উপজাতীয় নারী বিক্রেতারা নিয়ে এসেছেন হরেক রকম বার্মিজ পণ্য। বিনোদনের জন্য সার্কাস ও শিশু-কিশোরদের বিভিন্ন রাইডিং। মেলার প্রথম দিন থেকেই মানুষের উপচেপড়া ভিড় লক্ষণীয়। সমাগম হয়েছে নানা বয়সের মানুষের। দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থী, বিনোদনপ্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের কলরবে মুখরিত মেলা প্রাঙ্গণ। মেলার অন্যতম আয়োজক বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার জানান, ৪৫ দিনব্যাপী চলবে এ মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
Leave a Reply