নলছিটি প্রতিনিধি ॥ এলাকাবাসীর দোয়া,সমর্থন,প্রত্যাশা ও ভালবাসা নিয়ে নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকের কান্ডারি হওয়ার জন্য সর্বাত্নক প্রস্তুতি নিয়েছেন এলাকার কৃতি সন্তান,ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের যোগ্য সদস্য অ্যাডভোকেট কে.এম. মাহাবুবুর রহমান সেন্টু। তার এক ভাই বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জি.কে. মোস্তাফিজুর রহমান ঝালকাঠি জেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি এবং নলছিটি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন। ছোটবেলা থেকে মাহাবুব সেন্টু বঙ্গবন্ধুর আদর্শের দল আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত এবং জনসেবায় আত্ননিয়োজিত। তিনি নলছিটি উপজেলার অবিভক্ত সুবিদপুর ইউনিয়নের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি,বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সদস্য,বিএম কলেজ ইংরেজী বিভাগের বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি,নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে আছেন। অ্যাডভোকেট কে.এম.মাহাবুবুর রহমান সেন্টু আধুুনিক ও যুগোপযোগী শিক্ষায় পরিচালিত গোহাইলবাড়ী জে.এম.মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দীর্ঘদিন যাবত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার নিরলস ও আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয়ে পরিনত হয়েছে। তিনি এলাকার একাধিক জামে মসজিদের দাতা সদস্য। চলমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রভাবে ক্ষতিগ্রস্থ্য দরিদ্র অসহায় মানুষদের পাশে সব রকমের সহযোগিতা নিয়ে তিনি দাড়িয়েছেন। বিগত কয়েকবছরে মোল্লারহাট ইউনিয়ন খুনোখুনি,হত্যা,সন্ত্রাস ও মাদক ইত্যাদি অপরাধের অভয়ারন্য জনপদে পরিনত হয়েছে। এহেনো সংকটকালে এলাকাবাসী মাহাবুব সেন্টুকে আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য গভীরভাবে প্রত্যাশা করছেন এবং জোড়ালো সমর্থন জানিয়ে আসছেন। জনগনের আগ্রহে ও এলাকা থেকে সন্ত্রাস-চাঁদাবাজী-ইভটিজিং-বাল্যবিবাহ-যৌতুক প্রভৃতি সমাজবিরোধী ও মানবতা বিরোধী কার্যক্রম দূর করার জন্য আসন্ন নির্বাচনে প্রার্থীর হওয়ার জন্য গত ১৬ডিসেম্বর বিজয় দিবসের দিন দক্ষিনাঞ্চলের অভিভাবক,নলছিটি-ঝালকাঠি আসনের মাননীয় সাংসদ,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য,সরকারের একাধিক মন্ত্রনালয়ের সাবেক সফল মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু মহোদয়ের দোয়া ও আর্শিবাদ নিয়ে মাহাবুব সেন্টু তার প্রার্থীতা ঘোষনা করেন।
Leave a Reply