নিজস্ব প্রতিবেদক ॥ বিতার্কিকদের প্রাণবন্ত উপস্থিতি এবং যুক্তিতর্কের প্রতিযোগিতায় গতকাল শুক্রবার মুখর ছিল নগরীর আছমত আলী খান (একে) ইনষ্টিটিউশন। অংশগ্রহণকারী ৮টি বিদ্যালয়ের বিতার্কিকরা লটারীর মাধ্যমে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে বিতর্কে অংশ নেন। বিতর্ক শেষে চ্যাম্পিায়ন দলের হাতে সনদ ও ক্রেষ্ট প্রদান করেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস। পুরস্কার বিতরণের আগে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসবের প্রশংসা করে বলেন, বিজ্ঞানের ইতিবাচক চর্চাকে আন্দোলনে রূপ দিয়ে এ আয়োজন অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন, সুখী-সমৃদ্ধশালী দেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক হতে হবে। উন্নত দেশের জন্য প্রয়োজন সৃজনশীল নাগরিক। আর সৃজনজশীল নাগরিক হতে হলে বর্তমান প্রজš§কে অনুসন্ধানী ও জ্ঞান পিপাসু হবে। যার মাধ্যমে তারা নিজেদের এবং দেশকে আলোকিত করতে পারবে। সমাপনি অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বরিশাল ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক স.ম ইমানুল হাকিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তী ও আছমত আলী খান (একে) ইনষ্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বশির আহম্মেদ। সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় সুহৃদ সমাবেশের সাবেক সভাপতি মিশাল বিন সলিম। ‘বির্তক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ শেèাগানকে তুলে ধরে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং ভাষা শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালনের মাধ্যমে বেলা ১১টায় আছমত আলী খান (একে) ইন®িদ্বটিউশন মিলনায়তনে প্রতিযোগীতার উ™ে^াধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাবু। বরিশাল জেলা পর্বের বিতর্ক উৎসবে অংশগ্রহনকারী বিদ্যালয়গুলো হচ্ছে- বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয়, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আছমত আলী খান (একে) ইনস্টিটিউশন, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।
Leave a Reply