গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে পুকুরে সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের হামলায় গর্ভবতী নারী রুনা রহমান, তার স্বামী হাবিবুর রহমান, ঝুমুর আক্তার ও তার স্বামী ফারুক সরদার আহত হয়েছে। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ২১ ফেব্রুয়ারী বেলা ১ টার সময় সদর উপজেলার পুর্ব সুগন্ধিয়া দরগাবাড়ি এলাকায় ঘটে। এ বিষয়ে আহতদের পক্ষ থেকে হুমাউন কবির সরদার বাদি হয়ে ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত সুত্রে জানা গেছে, হুমাউন কবির এর দুই মেয়ের জামাই নলছিটি উপজেলার পুর্ব রায়াপুরের মৃত. ফজলে করিম সরদারের ছেলে হাবিব ও ভরতকাঠি গ্রামের মৃত. রুস্তÍম সরদারের ছেলে ফারুক সরদার তাদের শ্বশুর বাড়ি হুমাউন সরদারের বাড়িতে বেড়াতে এসে মাছ ধরার লক্ষে পুকুরে সেচ দিচ্ছিল এমন সময় পুর্ব পরিকল্পিতভাবে পুর্বে হামলাকারীদের বিরুদ্ধে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর নং ৪৫/২০২০ মামলা করায় প্রতিহিংসা পরায়ন হয়ে উক্ত মামলার আসামী একই গ্রামের মোকতার তালুকদারের ছেলে যথাক্রমে জলিল তালুকদার, জব্বার তালুকদার, জামাল তালুকদার ও জলিল তালুকদারের বখাটে পুত্র সাব্বির তালুকদার দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এ হামলা চালায়। বর্তমানে মামলা না করার জন্য বিবাদীরা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে ভুক্তভোগী হাবিব ও ফারুকদের পরিবারকে। এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষসহ মানবাধিকারের নিরপেক্ষ হস্থক্ষেপ কামনা করেন মামলার বাদী হুমাউন সরদার ও তার পরিবার কারন তার ৫ মেয়ে ছাড়া কোন ছেলে সন্তান নেই, সেই সুযোগকে কাজে লাগিয়ে উক্ত বিবাদীরা হুমাউন সরদারকে উৎখাতের লক্ষে নানান ষড়যন্ত্র করছেন। এ বিষয়ে ঝালকাঠি থানার উপ পরিদর্শক গোলাম হাফেজ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন মুঠোফোনে জানান, হামলাকারিদের কাউকে ছাড় দেওয়া হবে না।
Leave a Reply