নিজস্ব প্রতিবেদক ॥ স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে নিজের লেখা ও সুরকরা কালজয়ী গানের শিল্পী তরুন চক্রবর্তীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। একইসাথে মুজিববর্ষের অঙ্গীকার পালনের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত গুনী পুলিশ অফিসারকে সম্মাননা প্রদান করা হয়।
ঐক্যবদ্ধ পেশাজীবী সাংবাদিকদের সংগঠন জেলার গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বুধবার সকালে মুজিববর্ষ পালন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনির ওপর আলোচনা সভা শেষে দুইজন গুনীব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপন, সংবর্ধিত এসআই মোঃ আসাদুজ্জামান খান, শিল্পী তরুন চক্রবর্তী প্রমুখ।
সভা শেষে মুজিববর্ষে জেলা পুলিশের কল্যান সভায় শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কারপ্রাপ্ত গৌরনদী মডেল থানার চৌকস এসআই মোঃ আসাদুজ্জামান খান এবং মুজিববর্ষের নতুন গানের কথা, সুর ও কন্ঠশিল্পী বঙ্গবন্ধু কবিতা পরিষদের উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক তরুন চক্রবর্তীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক প্রেমানন্দ ঘরামী, সহ-প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য এসএম মোশারফ হোসেন, আতাউর রহমান চঞ্চল, আরিফিন রিয়াদ, বিনয় কৃষ্ণ শিউলী, মুক্তিযোদ্ধার সন্তান ও কবি উৎপল চক্রবর্তী, মানবাধিকার কর্মী আবু সালেহ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply