চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনে হোম কোয়ারেন্টাইনের শর্ত ভেঙ্গে এলোপাথারী ঘোরাঘুরি অপরাধে কুয়েত ও সৌদি প্রবাসী দুই জনকে ১৫ হাজার টাকার জরিমনা করেছেন ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। বুধবার রাত ১০ টায় সৌদি প্রবাসীকে জিন্নাগড় গ্রামের বাড়ির পাশের সড়ক থেকে এবং অপরজন কুয়েত প্রবাসীকে চরফ্যাসন উপজেলা সদর বাজার থেকে দুই প্রবাসীকে আটক করা হয়।
জানাযায়, সম্প্রতি সৌদি এবং কুয়েত থেকে ফেরেন ওই দুই ব্যক্তি। হোম কোয়ারেন্টাইনে না থেকে সর্বসাধারনকে ঝুঁকিতে ফেলে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন তারা। এসময়ে সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানিক দল সৌদি প্রবাসীকে জিন্নাগড় গ্রামের বাড়ির পাশের সড়ক থেকে এবং অপরজন কুয়েত প্রবাসীকে চরফ্যাসন উপজেলা সদর বাজার থেকে আটক করে ১৫ হাজার টাকা জরিমনা করেন। যদিও দন্ডিতদের নাম পরিচয় প্রকাশে অপারগতার কথা জানিয়েছেন ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্টরা। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, জনস্বার্থে হোম কোয়ারেন্টাইনের শর্তভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply