বাউফল প্রতিনিধি ॥ বাউফলের বাণিজ্যকেন্দ্র কালাইয়া মাছ বাজারে আজ রোববার ২০০ কেজি ওজনের একটি হাঙর বিক্রি হয়েছে ২১০০০ টাকায়। বাদল নামের এক মাছ ব্যবসায়ী হাঙরটি ক্রয় করে মহিপুর মৎস্য বন্দরে সরবরাহ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বঙ্গোপসাগরে ভোলার জেলে আবুল মিয়ার জালে হাঙরটি ধরা পড়ে। বিক্রির জন্য তিনি আজ রোববার কালাইয়া মাছ বাজারে হাঙরটি নিয়ে আসেন। এ সময় উৎসুক মানুষ হাঙরটি দেখার জন্য ভিড় করেন। অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন। হাঙরটি প্রথমে কেটে ৪০০ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নেন জেলে আবুল মিয়া।
কিন্তু ক্রেতার আগ্রহ না থাকায় অবশেষে হাঙরটি মাছ ব্যবসায়ী বাদল ২১০০০ টাকায় ক্রয় করেন। পরে তিনি হাঙরটি মহিপুর মৎস্য বন্দরে সরবরাহ করেন। বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, হাঙর শিকার ও ক্রয় বিক্রয় দ-নীয় অপরাধ। তবে মৎস্য বিশেষজ্ঞরা মনে করেন, জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা না থাকায় প্রতি বছর অসংখ্য হাঙর মারা যাচ্ছে।
Leave a Reply