ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি শহরের সদর চৌমাথায় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল। শাহী কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামীম আহেমদ’র অর্থায়নে ও আয়োজন এ কর্মসূচী পালন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জামাল হোসেন মিঠু, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুমন তালুকদার, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মানিক আচার্য প্রমুখ। এসময় পথচারী, অটো চালক, রিক্সা চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ২হাজার মাস্ক বিতরণ করা হয়। আয়োজক শামীম আহমেদ জানান, মহামারী করোনা ভাইরাস থেকে ঝালকাঠিবাসী ও শিক্ষার্থীদের মুক্ত রাখতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। রোববার বিকেলে ২হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো ১০হাজার মাস্ক প্রদান করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নিষেধাজ্ঞা শেষ হলে শিক্ষার্থীদেরকেও মাস্ক প্রদান করা হবে। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজেশন তৈরী করে জনসাধারনের বিতরণ করা হচ্ছে। কারণ বাজারজাত হ্যান্ড স্যানিটাইজার উধাও হওয়ায় বিকল্প হিসেবে ফার্মাসিউটিক্যাল ব্যক্তিদের মাধ্যমে এ উপাদান তৈরী করা হচ্ছে।
Leave a Reply