বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করন প্রকল্পে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির ওপর কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বরিশালের রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করন প্রকল্পের পরিচালক ড. মো. মোস্তাাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান। বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, এসএসও ড. আনওয়ারুল মোনিম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাজি উদ্দিন, এসও মো. মাহবুবুর রহমান, এসও স্মৃতি হাসনা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ। মাঠ দিবসের অনুষ্ঠানে বরিশালের বাবুগঞ্জ, উজিরপুর এবং আগৈলঝাড়ার ৮০ জন কৃষান-কৃষাণী অংশগ্রহণ করেন।
Leave a Reply