দখিনের খবর ডেস্ক।। করোনায় আক্রান্ত রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশনে থাকা বরিশাল নগরীর রুপাতলীর বিশিষ্ট ব্যাবসায়ী মাহাবুব আলম মোল্লা (৬৫) কিছুক্ষণ আগে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। নিহতের স্বজন সুরুজ মোল্লার বরাদ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিসির ২৫নং ওয়ার্ড আ’লীগের যুগ্ম সম্পাদক ওয়াদুদুর রহমান সোহেল মোল্লা।
মাহাবুব আলম মোল্লার পারিবারিক সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল বাসায় প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন মাহাবুব মোল্লা। গতকাল ২১ এপ্রিল তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করার পর তিনি করোনায় আক্রান্ত বলে জানান চিকিৎসকরা। পরে তার ডায়াবেটিস থাকায় অবস্থার অবনতি হয়। গতমঙ্গলবার থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে নেয়া হয় মাহাবুব মোল্লাকে।
মাহবুব মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত থাকলেও তিনি ছিলেন একজন সমাজের জনপ্রিয় সমাজসেবক । তিনি জাগুয়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও একাধিকবার নির্বাচিত সভাপতি।
Leave a Reply