পিরোজপুর জেলা প্রতিনিধি
সমাজ সেবায় নবীন হয়েও দেশের কঠিন দুঃসময়ে করোনা ভাইরাস প্রতিরোধে সারেংকাঠীর ২ নং ওয়ার্ডে সাহসী পদক্ষেপ নিয়েছে আবির মেম্বার। স্থানীয় সূত্র জানায়, স্থানীয় জনপ্রতিনিধি শেখ মোঃ আঃ রহিম তার নিজস্ব তহবিল থেকে মানব কল্যানে নিজ ওয়ার্ডের সকল পরিবারের মধ্যে গণ সচেতনতা বৃদ্ধির জন্য ইতিমধ্যে চমৎকার নিয়েছে। পাশাপাশি হ্যান্ড বিল বিতরণ সহ প্রতি পরিবারের জন্য সাবান বিতরণ করেন প্রথম থেকেই । হাত ধোঁয়ার ব্যাবস্থা করেছেন ওয়ার্ডের বাসিন্দাদের । পাশাপাশি ওয়ার্ডের মোরে মোরে ব্যাক্তিগত উদ্যোগে হাত ধোঁয়ার জন্য পানির পাত্র রাখা হয়েছে। এলাকার বেশীরভাগ লোকজন মেম্বরের এ ধরনের সাহসী কাজকর্মের জন্য সাধুবাদ জানিয়েছেন ।
এদিকে সারেংকাঠী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দারা প্রথম থেকেই চমকে যায়। গত ২৫ মার্চ সকাল থেকেই ঘরে ঘরে লিফলেট বিতরণ সহ ঘরে ঘরে সাবানও বিতরণ করেন এলাকার উদীয়মান জনপ্রতিনিধি শেখ মোঃ আঃ রহিম। সকাল থেকেই করোনা ভাইরাস প্রতিরোধে জন্য সচেতনতা বৃদ্ধি কল্পে অগ্রনী ভূমিকা পালন করেন। এ ব্যাপারে সারেংকাঠী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সায়েম জেলার গণ মাধ্যম কর্মীদের বলেন, আসলেই সময় উপযোগী পদক্ষেপ। যদিও এজাতীয় মহৎ কাজ আমার করা উচিত ছিলো সবার আগে। কিন্তু আমার ইউনিয়নের জনপ্রতিনিধি শেখ মোঃ আঃ রহিম আবির একটা নজির স্থাপন করলো। আসলে এভাবে সকলকেই এগিয়ে আশা উচিত। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু গণ মাধ্যম কর্মীদের বলেন, শুধু আবিরই নয়, দেশের জন্য এভাবেই সকলকে এগিয়ে আশা উচিত ।
এ ব্যাপারে জনপ্রতিনিধি শেখ মোঃ আঃ রহিম আবির জেলার গণ মাধ্যম কর্মীদের বলেন, আসলে আমি মন থেকে উপলব্ধি করলাম এ সময়ে আমাকে কিছু করতে হবে। আর সে কারনেই এলাকার স্বার্থে করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধি মূলক কাজ করার জন্য এগিয়ে আসলাম। আমি জনপ্রতিনিধি হিসাবে আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে এজাতীয় মহৎ কাজে এগিয়ে আসলাম।আমার সাথে গ্রাম পুলিশ সহ বহু প্রবীণ ও যুব সমাজের লোকজন ছিল। মহৎ কাজে প্রচুর সাড়া পাচ্ছি সুন্দর কাজের জন্য। সুশীল সমাজের লোকজনদের ভাষ্য, সময় উপযোগী পদক্ষেপ স্থানীয় মেম্বরের। অর্থই আলোচ্য বিষয় নয়। সত্যিকার মন থাকতে হবে সমাজের প্রতিটি কাজে। সর্বশেষ করোনার আতঙ্কে সকলেই আতঙ্কিত হলেও স্থানীয় প্রশাসনের পাশাপাশি আবির মেম্বাবের সময় উপযোগী কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপন মহিমায়।
Leave a Reply