বিদেশ ডেস্ক ॥ ডারউইন দ্বীপের মূল ভূখণ্ড থেকে এক কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত এই আকর্ষণীয় প্রাকৃতিক স্থাপনা। প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত ডারউইনস আর্চ ভেঙে পড়েছে। মহাসাগরের জলরাশির মধ্যে থাকা তোরণসদৃশ প্রাকৃতিক এই শিলাখন্ডের ওপরের অংশ ভেঙে পড়েছে। গত মঙ্গলবার ইকুয়েডরের পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃষ্টান্ত ডারউইনস আর্চ। ডাইভার, ফটোগ্রাফার ও ক্রুজ শিপে চড়ে আসা পর্যটকদের কাছে এটি খুবই জনপ্রিয় স্থান ছিল। ইকুয়েডরের পরিবেশ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যায়, আর্চের ওপরের বাঁকা অংশটুকু ধসে পড়েছে। নিচে পড়ে আছে পাথরের স্তূপ। তবে দুই পাশের স্তম্ভগুলো দাঁড়িয়ে আছে। মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, প্রাকৃতিক কারণেই ডারউইনস আর্চ ধসে পড়েছে। বিবিসির খবরে বলা হয়, ব্রিটিশ প্রকৃতিবিদ চার্লস ডারউইনের নামে এই আর্চের নামকরণ করা হয়। মূল ভূখণ্ড থেকে প্রায় ৯৬৫ কিমি পশ্চিমে প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ইকুয়েডরের সীমানাভুক্ত। বলা হয়, ডারউইন দ্বীপের মূল ভূখণ্ড থেকে এক কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত এই আকর্ষণীয় প্রাকৃতিক স্থাপনা। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। এই দ্বীপপুঞ্জ ২৩৪টি দ্বীপ নিয়ে গঠিত। এর মধ্যে মাত্র চারটিতে ৩০ হাজার মানুষ থাকে। এই দ্বীপপুঞ্জের অপরূপ জীববৈচিত্র্যের টানে ছুটে আসতেন পর্যটকেরা।
Leave a Reply