নিজস্ব প্রতিবেদক ॥ করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নতুন করে বরিশালে এক নারী (৫৫) রোগী শনাক্ত হয়েছেন। শনিবার দিবাগত রাতে জেলা প্রসাশনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শেবাচিম হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে উজিরপুর উপজেলার বাসিন্দা ওই নারী রোগীর করোনা পজেটিভ আসে। এনিয়ে বরিশালে ৪১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনা আক্রান্ত ওই নারীর বাড়িসহ আশেপাশের এলাকা লকডাউন করা হয়েছে।
Leave a Reply