গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ॥ বিদেশে নেওয়ার প্রলোভন দিয়ে নেয়া ৩ লাখ ৭৬ হাজার টাকা ফেরত চাইতে গিয়ে বিএইচআরসি কর্মী মিজানুর রহমান (৩৮) ও তার স্ত্রী স্কুলশিক্ষিকা মোসা: সুলতানা রাজিয়া ইতি (৩০) রাজাপুর উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামের আদমব্যবসায়ী সেলিম মাহমুদ ও দল বলের শারীরিক প্রহারের অভিযোগ পাওয়া গছে। এ বিষয় তারা রাজাপুর থানার সাহায্য চাইলে এসআই শরীফসহ কয়েক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসী মোঃ লিটন (৪০)কে আটক করলেও ইউপি সদস্য মোঃ মনিরের সাথে দফারফা করে তাকে ছেড়ে দিয়েছে চলে আসে বলে অভিযোগ উঠেছে। এ সময় তাদের হামলা থেকে বাঁচাতে এলে উক্ত সন্ত্রাসী চক্র একই এলাকার ব্যবসায়ী ও অব:পুলিশ সদস্য ইউনুস হাং য়ের পুত্র শাহীন (৩৫) কেও মারধর করে সাথে থাকা গরু বিক্রির ৮৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। গত ৫ জুন শনিবার বেলা এগারটায় চল্লিশকাহনিয়া যুব উন্নয়ন ক্লাবের সামনে এ হামলা-মারধরের ঘটনায় আহত দম্পতিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় শনিবার বিকাল ৫টায় বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন (বিএইচআরসি) কর্মী মিজানুর রহমান রাজাপুর থানায় ৪জনকে আসামী করে রাজাপুর থানায় অভিযোগ প্রদান করেছে। অন্যদিকে একই স্থানে সন্ত্রাসীদের হামলায় আহত ও অর্থ ছিনতাইযের শিকার মোঃ শাহীন বাদী হয়ে রাজাপুর থানায় ৪জন নামধারী ও অজ্ঞাত ৫/৭জন সহ ১০জনকে আসামীকরে পৃথক লিখিত অভিযোগ প্রদান করেছে। বিএইচআরসি কর্মী মিজানুর রহমান অভিযোগে উল্লেখ করেন, ২০১১সালে তার শ্বশুরবাড়ীর সাথে ঘনিষ্টতার সুবাদে সেই এলাকার সুলতান হাওলাদারের পুত্র সৌদি প্রবাসী আদম ব্যবসায়ী সেলিম মাহমুদ দু’দফায় ৩লাখ ৭৬হাজার টাকা নেয়। পরবর্তীতে বিদেশে নিতে না পারায় উক্ত টাকা ফেরৎ চাইলে বিভিন্নরকম তালবাহানা করে আদমব্যবসায়ী সেলিম ও তার পিতা দীর্গ ১০ বছর অতিবাহিত করে। এ অবস্থায় আদমব্যবসায়ী সেলিম বিদেশ থেকে ফিরে আসার সংবাদ পেয়ে শনিবার বেলা এগারটায় চল্লিশ কাহনিয়া যুব উন্নয়ন ক্লাবের সামনে পেয়েপাওনা ৩লাখ ৭৬হাজার টাকাফেরত চায়। এতে ক্ষিপ্ত হয়ে আদম ব্যবসায়ী সুলতান হাওলাদারের পুত্র সেলিম মাহমুদ (৪৫), মৃত মেম্বার আলীর পুত্র মোঃ লিটন (৪০), মৃত আঃ আজিজের পুত্র মোঃ মামুন (৩৫), মৃত আতাহার আলী মৃধার পুত্র সাইদুল মৃধা (৩৫) বিএইচআরসি কর্মী মিজানুর ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা মোসা: সুলতানা রাজিয়া কে হত্যার উদ্দেশ্যে বেধরক মারধর করে। এ সময় আসামীরা শিক্ষিকা সুলতানা রাজিয়া ইতির গলার চেইন ও কানের দুলসহ লক্ষাধিক টাকার স্বর্নালংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করেন। অন্যদিকে ব্যবসায়ী মোঃ শাহীনতার অভিযোগে উল্লেখ করেন, একই দিন সোয়াএগারটার দিকে সে তার পৈত্তিক বাড়ি থেকে শাহরুমীর বাজার দিকে যাবার পথে মৃত মেম্বর আলী বয়াতীর পুত্র লিটন বয়াতী,মৃত আতাহার মৃধার পুত্র সাইদুল ও মৃত আজিজ হাওলাদারের পুত্র মামুন সহ একদল লোক তার উপর হামলা ও মার ধর করে অচেতন করে ফেলে সাথে থাকা প্রায় ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ব্যাপারে শাহীন বাদী হয়ে শনিবার সন্ধ্যায় মৃত মেম্বর আলী বয়াতীর পুত্র লিটন বয়াতী, মৃত আতাহার মৃধার পুত্র সাইদুল ও মৃত আজিজ হাওলাদারের পুত্র মামুনসহ অজ্ঞাত ১০জনকে আসামী করে রাজাপুর থানা অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে রাজাপুর থানার ডিউটি অফিসার এসআই জসিম জানায়, রাজাপুর উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামে পৃথক দুটি মারধরের অভিযোগে দুটি অভিযোগ করা হয়েছে। ঘটনা দুটোই তদন্তাধীন রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছে।
Leave a Reply