চরফ্যাসন প্রতিনিধি॥ চরফ্যাসনে মুজিববর্ষ উপলক্ষে ধুমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন। অনান্যদের মধ্যে সহকারী কমিশনার(ভুমি) রিপন বিশ্বাস,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শোভন বসাক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী. আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো.নুর মোহাম্মদ তালুকদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিক, মসজিদের ইমাম,এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা ধুমপান ও তামাকজাত দ্রব্যের কুলফ ও সেবনে ক্ষতিকর প্রভাব নিয়ে দিক নির্দেশনা দেন। এবং ধুমপান পরিহারের জন্য আহব্বান জানান।
Leave a Reply