গৌরনদী প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলার কাছেমাবাদ বাসষ্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবক (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার একটি সূত্র জানায়, সোমবার সকালে অজ্ঞাত পরিচয় ওই যুবক একটি শাট ও একটি লুঙ্গী পরিহিত অবস্থায় কাছেমাবাদ বাসষ্ট্যান্ডে আসেন। এরপর দিনভর অনেকটা বিষন্ন অবস্থায় তিনি ওই বাসষ্ট্যান্ড এলাকায় ঘোরা ফেরা করেন এবং বিভিন্ন দোকানের সামনের বেঞ্চের ওপর বসে সময় কাটান। এ সময় তিনি কারো সাথে কোন কথা বলেননি এবং কাউকে নিজের পরিচয়ও দেননি। রাতেও একই ভাবে তিনি রাত সময় পার করছিলেন। ভোরবাতে হটাৎ অসুস্থ্য হয়ে তিনি ওই বাসষ্ট্যান্ডের জালাল সরদারের চায়ের দোকানের সামনে লুটিয়ে পড়েন। তখন তিনি সেখানে পায়খানা-প্রসাব করে কাপড় নষ্ট করেন ও তার মুখ থেকে সাদা ফেনা বেড়িয়ে আসে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজের কাজে ওই বাসষ্ট্যান্ডে যান উপজেলার আশোকাঠি ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকার বাসিন্ধা ও যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন। তিনি ওই যুবককে দোকানের সামনে পড়ে কাতরাতে দেখে গৌরনদী ফায়ার সার্ভিসকে খবর দেন। এর পর গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাশেদ বিন খালিদ এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি টীম দ্রুত ঘটনাস্থলে পৌছে অসুস্থ্য যুবককে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকগন তখন তাকে মৃত বলে ঘোষণা করেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডাঃ মাজেদুল হক কাওছার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের সিড়ি দিয়ে জরুরী বিভাগে নেয়ার সময়ই যুবকের মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৫৫ বছর। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগন তাকে কোন প্রকার চিকিৎসা দেয়ার সুযোগ পাননি। এর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার দেহে কোন আঘাতের চিহ্ন নেই। কিছু সেবন করার ও কোন লক্ষন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে সম্ভবত হার্ড এ্যাটার্কেই তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্ত না করে কোন কিছু নিশ্চিত করে বলা যাচ্ছেনা। প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন বলেন, আমার ধারনা, কোন এক পারিবারিক কারনে ওই যুবক তার মনে প্রচন্ড আঘাত পেয়েছেন। ফলে মনের কষ্টে তিনি নিজের ঘরবাড়ি ছেড়ে এখানে এসেছিলেন। আর মানুষিক আঘাত থেকেই সে ওই রাতে ষ্ট্রোক করেছে। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে আমরা ওই যুবককে তাৎক্ষনিক উদ্ধার করতে যাই। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দেয়া পর্যন্ত সে জীবিত ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, নিহত যুবকের লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার দুপুরে বরিশাল মর্গে পাঠানো হয়েছে। বিভিন্ন থানায় ছবি পাঠিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোষ্ট করে আমরা তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছি।
Leave a Reply