ভোলা প্রতিনিধি ॥ ভোলায় মাদকবিরোধী অভিযানে ১ দিনে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ভোলা ডিবি পুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব-ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি এলাকা থেকে বজলুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মো. আল-আমিন (৩২) কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে পুলিশ ৪৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ছাড়া দুপুর আড়াইটার দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের জনৈক মতিউর রহমান সিকদার এর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. সুজন মিঝি (২৩), মো. শরীফ (২৩), তরিকুল ইসলাম ছোটন (২৩) ও মো. আব্দুল্লাহ ওরফে জুয়েল (২৫) কে গ্রেপ্তার করে। তাঁদের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ও টবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশ ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply