স্বদেশ ডেস্ক:
বরিশাল-পিরোজপুর-খুলনা সড়কের পিরোজপুরের পিটিআই এলাকায় গাড়ী দিয়ে মোটর সাইকেলে ধাক্কা দেয়ার প্রতিবাদ করায় পিরোজপুর পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল শর্টগান দিয়ে হত্যার হুমকি দিয়েছে নম্বরপ্লেট বিহীন একটি গাড়ির চালকের আসনে থাকা ব্যক্তি।
সোমবার বিকালে এ ঘটনা ঘটে। হুমকি দেয়ার ভিডিওটি এ প্রতিনিধির কাছে এসেছে। এ বিষয়ে ভুক্তভোগী আসিফ ইকবাল মঙ্গলবার পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত ও ঐ ব্যাক্তিকে সনাক্তের চেষ্টা চলছে।
পিরোজপুর পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল জানান, তার বাসা পিরোজপুর হুলারহাট সড়কের পি টি আই এলাকায়। গেল সোমবার বিকেলে তিনি পি টি আই এর উল্টোদিকে গোরস্থান মসজিদের সামনে কয়েকজনকে সাথে নিয়ে দাড়িয়ে ছিলেন।
এ সময় একই (বরিশাল- পিরোজপুর- খুলনা সড়কের) সড়কের সার্কিট হাউজের দিক থেকে আসা একটি নম্বর প্লেট বিহীন প্রাইভেট কার তার সাথে থাকা পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল জাবিরুজ্জামানকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গাড়িটি দ্রুত গতিতে বলেশ^র ব্রীজের(খুলনার দিকে দিকে) চলে যায়।
আসিফ ইকবাল বলেন, আমি আমার সাথে থাকা লোকজনকে নিয়ে গাড়ীটিকে ধরার জন্য ধাওয়া করি। এরপর শহরের বাইপাস সড়কে থাকা নতুন পানির ট্যাংকির কাছে ইমন এন্টারপ্রাইজের সামনে গাড়িটির পথরোধ করি।
পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল জানান, গারি চালকের আসনে থাকা ব্যাক্তি গাড়ির ব্যাকডালা(পিছনের ডালা) খুলে গাড়ী থেকে বের হয়ে ব্যাকডালার ভিতরে থাকা একটি শর্টগান বের করে লোড করে আমার বুকে তাক করে খুনের হুমকি দিয়ে বলেশ্বর ব্রীজের (খুলনার দিকে) দিকে চলে যায়।
আসিফ ইকবাল বলেন, এ বিষয়ে তিনি পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান, বিষয়টি তদন্ত ও ঐ ব্যাক্তিকে সনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply