রাজশাহী প্রতিবেদক ॥ করোনাভাইরাসের সংকটকালে ত্রাণের জন্য শুধু সরকারের ওপর নির্ভরশীল হওয়া সমীচীন হবে না বলে মনে করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, সরকারের দিকে তাকিয়ে না থেকে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
বুধবার (১৩ মে) সকালে রাজশাহী মহানগরীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ‘আমরা প্রতিবেশি, ৪ নম্বর ওয়ার্ড, রাজশাহী সিটি করপোরেশন’ নামের একটি ফেসবুক গ্রুপ এসব খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা খাদ্যসামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেন। তিনি বলেন, আজকের এই উদ্যোগ তরুণদের। এভাবে যারা উদ্যোগ নেবে তাদের পাশে আমরা আছি। কিন্তু ত্রাণের জন্য শুধু সরকারের ওপর নির্ভরশীল হওয়া সমীচীন হবে না।
রাজশাহী মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই ঈদ উপহার বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো সেমাই, চিনি, চাল, পোলাও চাল, পেঁয়াজ, আলু, লবণ, মিষ্টি কুমড়া ও লাউ। ৪ নম্বর ওয়ার্ডের ২৫০ জন মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবির মুক্তা, জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, ‘আমরা প্রতিবেশি, ৪ নম্বর ওয়ার্ড, রাজশাহী সিটি করপোরেশন’ ফেসবুক গ্রুপটির অ্যাডমিন তাজ মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply