বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউপির করপুরকাঠী মানসুরিয়া দাখিল মাদ্রাসায় ৩য় শেনীর কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, করপুরকাঠী মানসুরিয়া দাখিল মাদ্রাসায় পরিচ্ছন্নতা কর্মী,নিরাপত্তা কর্মী ও আয়া পদে মোঃরবিউল (২১), মোঃ মাজিদুল (২৯)
ও মোসাঃতারজু বেগম (৩৩)দরখাস্ত করেন দীর্ঘ দিন পার হয়ে গেলে মাদ্রাসা সুপার ও মাদ্রাসা কতৃপক্ষ তাদের সাথে কোন লিখিতভাবে কিংবা মৌখিক ভাবে যোগাযোগ করেনি। তাই তারা উপজেলা নির্বাহি অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে সুপার মাওঃমোঃ নুরুউল্লা, সহ সুপার ৃমাওঃমোঃ খলিলুর রহমান ও সহকারী শিক্ষক মোঃলতিফ মাস্টার আনৌতিক উৎকোচ গ্রহনের মাধ্যমে মোঃজাহিদুল ইসলাম(২২) পিতাঃসহিদুল মোল্লা, মোঃরাকিব(২০) পিতাঃমোঃমিজানুর রহমান ও মোসাঃরুজিনা(৩৩) বেগম স্বামীঃ মোঃবসার সিকদার এই ৩ জনকে নিয়োগ দিতেছেন যা আইন বহির্রবূত। তাদের দাবি সাধারণ আবেদন কারীরা মেধা তালিকার ভিক্তিতে সচ্ছ ও সুন্দর ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার।
মাদ্রাসা সুপার মাওঃ মোঃ নুরুউল্লা বলেন,এ ধরনের অভিযোগ মিথ্যা ভিত্তিহীন আমাদের ৩ জন শিক্ষকে জরিয়ে মিথ্যা কথা বলছেন একটি মহল।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার মোঃবায়েজিদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি অভিযোগ দেখে ব্যাবস্থা নেয়া হবে।
Leave a Reply