দখিনের খবর ডেস্ক।।করোনা ভাইরাস মোকাবেলায় “ক্লাব ০১” এর উদ্যোগে বরিশাল শহরের গরিব রিক্সাওয়ালা, দিনমজুরদের ও বিশেষ সময়ে চাকরি হারিয়ে যারা দরিদ্র হয়ে পড়েছেন,ও জরুরী প্রয়োজনীয় বন্ধুদের গত “মার্চ মাসের ২৮” তারিখ থেকে শুরু করে “আজ ঈদের আগের দিন পর্যন্ত” চাল, ডাল, তৈল, পিয়াজ, ডাল, সাবান, ছোলা বুট, চিড়া, মুড়ি, খেজুর, চিনি, সেমাই, দুধ সহ নগদ অর্থ প্রদান করে আসছিল।
ক্লাব ০১ এর পক্ষে এডমিন “রায়হান জিহাদ” সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ও ধন্যবাদ দিয়ে বলেন, বরিশাল বিভাগের এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ সালে যারা পাশ করেছেন তাদের প্রানের সংগঠন “ক্লাব ১” তাদের সাধ্যমত নিত্য প্রয়োজনীয় পন্য গরিবদের মাঝে বিতরন করছে। দেশের এ ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষদের জন্য কিছু করতে পেরে নিজেদের সার্থক ও ধন্য বলে মনে করেন। তাদের এ কার্যক্রম চলমান ছিল ২৮ শে মার্চ থেকে আজ ২৪ শে মে পর্যন্ত পর্যন্ত(আজ ঈদ উপহার সামগ্রী বিতরণ এর মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করেছেন, এও উল্লেখ করেছেন কোন এমার্জেন্সি সহযোগিতার প্রয়োজন হলে ক্লাব অন তার পাশে থাকবে)। এর আগে “ক্লাব ০১” এর উদ্যোগে বিভিন্ন সময় সামাজিক কার্যক্রম করে আসছেন। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি যারা সমাজে বিত্তবান তারা সবাই যদি এগিয়ে আসে তা হলে করোনা ভাইরাস নামক দূর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে।
Leave a Reply