গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে বরিশালের গৌরনদী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম থেকে ৯ম শ্রেনীর ছাত্রীদের জন্য এক ডোজ এইচপিভি টিকা দান ক্যাম্পেইন বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরের গৌরনদী গালস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ওই টিকা দান ক্যাস্পেইনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিশ^ স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গেভি এর সহযোগীতায় সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয় এইচপিভি টিকাদান কর্মসূচীর ওই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই টিকা দান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, গৌরনদী গালস স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জওহর লাল পাল, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, গৌরনদী গালস স্কুল এ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান পলাশ, গৌরনদী ইপিআই প্রকল্পের মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ ফিরোজ আলম প্রমুখ।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হওয়া এইচপিভি টিকা দান কার্যক্রম আগামী ৬ নভেম্বর পর্যন্ত এ উপজেলায় চলমান থাকবে। এ সময়ের মধ্যে গৌরনদী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেনীর ছাত্রী এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নয় এমন ১০-থেকে ১৪ বছর বয়সের কিশোরীদেরকে বিনামূল্যে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র খুলে এ টিকা প্রদান করা হবে।
Leave a Reply