ঝালকাঠি সদর উপজেলার দিবাকর কাঠি গ্রামে উদ্ধতপূর্ণ আচরণের জন্য গণধোলাইয়ের শিকার চাচা ও ভাতিজ
স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি সদর উপজেলার দিবাকর কাঠি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে হত্যার হুমকি প্রদান করেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা।
এলাকা সূত্রে জানা যায় গত ২৭ মে বুধবার বেলা দুইটার সময় এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী জানায় দিবাকর কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোবারক হোসেন তোতা কে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর মূল হোতা আব্দুল মান্নান মাঝির ছেলে রাসেল মাঝি(২৬) ও চাচা অসীম মাঝি(৩৫), মোবারক হোসেন তোতার নিজস্ব পারিবারিক কবরস্থানে সামনে বসে লাঠিসোটা দিয়ে তাকে ভয়-ভীতি প্রদান করে এবং প্রাণনাশের হুমকি দেয় একপর্যায়ে এলাকার লোকজন চলে আসলে সটকে পড়ে যায় তারা।
আসরের নামাজ বাদ মাঝি বাহিনী আরও সদস্য নিয়ে আবার তাকে ঘেরাও করে, এক পর্যায়ে এলাকার জনগণ একত্রিত হয়ে মাঝি বাহিনীর প্রধান হোতা রাসেল ও অসীমকে গণধোলাই দেয়।
পরে এলাকা ছেড়ে পালিয়ে গিয়ে নিজেদের শরীরের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি করে শেবাচিম হাসপাতালে ভর্তি হয় রাসেল মাঝি।
মাঝি বাহিনীর সেকেন্ড ইন কমান্ড অসীম মাঝি বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান এলাকার জনগণ। এ ব্যাপারে এলাকার জনগণ জানান তাদের অতিষ্ঠ আমরা দিশেহারা আমাদের বাচ্চাদের সঠিকভাবে মানুষ করতে পারছি না এদের জন্য। এরা এলাকায় মাদকের বাণিজ্য করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে এবং আমাদের সন্তানদের নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে । তারা আরো জানায় বর্তমান সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, এর পিছনে মূল হোতা হিসেবে কাজ করছেন সাবেক সর্বহারা নেতা ।
তারা আরও বলেন এই সর্বহারা দলের সদস্য তিনি আগে একাধিক মামলার আসামীয় ছিলেন বলে জানান। তাকে সবাই ভয় পায় তাই কেউ মুখ খুলতে চায়না এ ব্যাপারে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোবারক হোসেন তোতা বর্তমানে ভয় ও আতঙ্কের ভিতর দিনযাপন করছেন।
এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ চায় এলাকার সাধারণ জনগণ।
Leave a Reply