রাজশাহী ব্যুরো ॥ রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে বাথরুমের হাউজ থেকে মোবাইল উঠাতে গিয়ে হাউজের মধ্য পড়ে গিয়ে নিহত মা ও ছেলের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে কয়ামাজমপুর হাই স্কুল মাঠে জানাজার নামায শেষে তাদের পারিবারিক কবর স্থানে তাদের দাফন করা হয়।
দুর্গাপুর উপজেলার কিসমত গণকড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজম আলী জানান, বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামে টয়লেটের হাউজ থেকে মোবাইল তুলতে গিয়ে কয়ামাজমপুর গ্রামের চায়ের দোকানদার মোঃ কুদ্দুস পাইকের স্ত্রী ফিরোজা বেগম ও তার ছেলে রাসেলের মৃত্যু হয়। পরে রাত ১২ টার দিকে কয়ামাজমপুর স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাদের দাফন করা হয়।
Leave a Reply