অহিদ সাইফুল, বিশেষ প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে মাদক কারবারিরা পুলিশের এসআই খোকন হাওলাদারকে কুপিয়ে জখম করার ঘটনায় দুই হামলাকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে ও পুলিশের ওপর হামলার ধারায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। আজ শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে হামলাকারি ও এলাকার চিহ্নিত মাদক কারবারি সাগর হাওলাদার (২৮) ও নাঈম হাওলাদারকে (২০) গ্রেপ্তার করে থানা পুলিশ।
আটককৃত সাগর হাওলাদার ওই এলাকার রতন হাওলাদারের ছেলে এবং নাঈম হাওলাদার একই এলাকার শাহাদৎ হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনজন পুলিশ সদস্য নিয়ে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) খোকন হাওলাদার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মাদক কারবারি রাজিব মল্লিককে আটক ও তার সহযোগীদের বিষয়ে তদন্ত করতে গালুয়া ইউনিয়নের কাটাখালি গ্রামে যায়। সেখান থেকে রাজিব মল্লিকের সহযোগী সাগরকে আটক করে পুলিশ। এ সময় একাধিক মাদক মামলার আসামী ইকবাল মল্লিকের ছোটভাই রাজিব মল্লিক সাগরকে ছিনিয়ে নিতে এসআই খোকনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহত এসআইকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ‘পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৫জনের নাম উল্ল্যেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়েছে। আটক দুইজনকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
Leave a Reply