দখিনের খবর ডেস্ক ॥ করোনাভাইরাসের সংক্রমণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় পাকিস্তানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
স্থানীয় সংক্রমণের হার ৯২ শতাংশ পৌঁছে যাওয়ায় রোববার প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী ডা. জাফর মির্জা ও ডা. মুঈদ ইউসুফ এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।
ডা. মির্জা বলেন, ৯২ শতাংশ স্থানীয় সংক্রমণের খবর পাওয়া গেছে। এই অবস্থায় আমরা মার্কেট, শপিং মল, গণপরিবহন, বাণিজ্যিক ফ্লাইট, ট্রেন ও জনসমাগম স্থানে মাস্ক বাধ্যতামূলক ঘোষণা করছি।
এখন পর্যন্ত পাকিস্তানে ৭০ হাজার ৩৮১ জনের কোভিড-১৯ রোগ হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ৪৯৯ জন।
Leave a Reply