ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়ার ছিলারিশ গ্রামের কবির দফাদারের বিরুদ্ধে অন্যের জমি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী মো. আনছার মাঝি ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়ার ছিলারিশ গ্রামের আনছার মাঝির ভোগদখলীয় পৈত্রিক জমিতে জোরপূর্বক দখল করে সকালে রাস্তা নির্মাণ করেছে।
রবিবার ৩১ মে সকাল ৫টার সময় পোনাবালিয়া ছিলারিস গ্রামের মো.কবির হোসেন দফাদারের নেতৃত্বে অজ্ঞাত ৭০-৮০ জন ভাড়াটে লোকজন নিয়ে জোরকরে রাস্তা নির্মাণ করেছে। জমির মালিক এর প্রতিবাদ করতে গেলে কবির দফাদার তাদের মারধর এবং রাস্তার সাথে চাঁপা দেওয়ার হুমকি দেয়।
এব্যাপারে ভূক্তোভোগী জমির মালিক মো.আনছার মাঝি বলেন,আমার জমিতে জোরপূর্বক লাঠিয়াল বাহিনী নিয়ে খুব সকালে রাস্তা নির্মাণ করেছে। আমি বাধা দেওয়ায় আমাকে খুন জখমের হুমকি দেয় এবং এ ঘটনার পর ঝালকাঠি সদর থানায় অভিযোগ দিতে গেলে থানার সামনে দাড়িয়ে হুমকি দিয়ে কবির দফাদার বলে,এ আনছার মাঝি রাস্তার পাশে গেলেও তোমাকে রাস্তার সাথে চাঁপা দিয়ে দেবো।
এব্যাপারে মো.কবির হোসেন দফাদার বলেন,আমি তাদের জমিদিয়ে রাস্তা বানাইনি আমার পুরোনো রাস্তা আগের নির্মাণ করা। এই জমি আমার ক্রয়কৃত তাদেরও ক্রয়কৃত আমি রাস্তা আমার জমিতে নির্মাণ করেছি। আনছার মাঝি আমার সুপারি গাছ ও রেট্রি গাছের চারা কেটে ফেলেছে। আমি ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি ও গাছের চারার টুকরো গুলো থানার সামনে রেখে এসেছি আপনি দেখলে দেখতে পারেন।
Leave a Reply