ববি প্রতিনিধি ॥ করোনায় আক্রান্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক শরীফা উম্মে শিরিনা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নরসিংদীর নিজ বাড়িতেই আক্রান্ত হয়ে পড়েছেন এই শিক্ষক। প্রায় ১ সপ্তাহ যাবৎ করোনার উপসর্গ লক্ষ্য করলে টেস্ট করার পরে করোনা ধরা পরে । আক্রান্ত শিক্ষক বর্তমানে নরসিংদীতে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। তবে তার মা’র শারিরীক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। বিভাগ থেকে নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানান তিনি। উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, আক্রান্ত শিক্ষকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও যোগাযোগ রাখা হচ্ছে। যে কোনো প্রয়োজনে উক্ত শিক্ষকের পাশে থাকবেন প্রশাসন।
Leave a Reply