গৌরনদী প্রতিনিধি ॥ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভ্রাম্যমান আদালত গতকাল রোববার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন হাট বাজার বন্দরে অভিযান চালিয়ে উপজেলার মোট ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে।
একই দিন ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উপজেলা সদরের যাত্রীবাহী বাসসমুহের টিকেট কাউন্টারে স্বাস্থ্যবিধি ও আইন মানা হচ্ছে কিনা তাও মনিটরিং করেন। ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন, বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা। উপজেলা সদরের গৌরনদী বন্দর, গৌরনদী বাসষ্ট্যান্ড ও টরকী বন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পণ্যের মোড়ক না থাকায় ও পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় উপজেলার টরকী বন্দরের তিনটি দোকানকে ৫ হাজার টাকা জরিমান ও একটি খাবার হোটেলসহ ৪টি মিষ্টির দোকানকে ৭হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে গৌরনদী মডেল থানার এস.আই মোঃ হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহন করেন। এ ছাড়া গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক মোঃ শিপন ভ্রাম্যমান আদালতকে সহয়তা করেন। এরপর গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বরিশাল-ঢাকা মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসসমুহের টিকেট কাউন্টার গুলো থেকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী তোলা হচ্ছে কিনা এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ায় টিকেট বিক্রি হচ্ছে কিনা, সড়ক আইন ও বিআরটিএ’র নির্দেশনা কতটা মানা হচ্ছে ভ্রাম্যমান আদালত কর্তৃক তা মনিটরিং করা হয়।
Leave a Reply