পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালীতে ১৩২ কেভি সঞ্চালন লাইনের ক্ষমতা বৃদ্ধির কাজের জন্য শহরে ছয় দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্যতম প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কো. লি. (ওজোপাডিকো) এর পটুয়াখালী বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানানো হয়েছে যে, বরিশাল-পটুয়াখালী ১৩২ কেভি সঞ্চালন লাইনের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পিজিসিবি কর্তৃক কন্ডাক্টর পরিবর্তন কাজের জন্য আজ ৭ জুন থেকে ৯ জুন ও ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পটুয়াখালী শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ‘নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সঞ্চালনের স্বার্থেই উক্ত কাজ হাতে নেওয়া হয়েছে’ উল্লেখ করে ওজোপাডিকোর পটুয়াখালী বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল করিম ‘বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য’ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
Leave a Reply