শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ৫ সদস্যের বরিশাল মহানগরে আহ্বায়ক কমিটি গঠন গৌরনদীতে ইউএনওর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে খালের কুচুরিপানা ও ময়লা পরিস্কার করল বৈষম্য বিরোধী ছাত্ররা বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে গৌরনদীতে জাতীয় সমবায় দিবস পালিত আমাদের নেতা তারেক রহমান একটি সাম্যের বাংলাদেশ গড়তে চান-জহির উদ্দিন স্বপন মেয়র হারিছ গ্রেপ্তারের খবরে গৌরনদীতে সাধারন মানুষের উল্লাস ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষাভ মিছিল গৌরনদীতে এইচপিভি টিকা দান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন কাশিপুরের ড্রেজার ব্যবসায়ী সুমনের অপকর্মে কেউ খুন হলে দায় নেবে না বিএনপি এতিম শিশুর অধিকার নিশ্চিতে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন বিধবা মা
সবাইকে কাঁদিয়ে অপ্রত্যাশীত শয়নে ত্যাগী জননী শাহান আরা বেগম

সবাইকে কাঁদিয়ে অপ্রত্যাশীত শয়নে ত্যাগী জননী শাহান আরা বেগম

কাজী জাহাঙ্গীর/তপন বসু ॥ মৃত্যু মানুষের জীবনে চির সত্য। কিন্তু কিছু আকস্মিক মৃত্যু কোন রকমেই সহজে মেনে নেয়ার মতো নয়। কিছু মৃত্যু হাজারো, লাখো-কোটি মানুষের হৃদয় স্পর্শ করে ছড়িয়ে দেয় হাহাকার আর অফুরন্ত শুন্যতা। একটি মৃত্যু শুধু একটি পরিবার নয় ভাসিয়ে দেয় তার অনুসারী, ভক্ত, আর হৃদয়ের মমতা, ¯েœহ মাখা স্পর্শের লোকজনকে। রক্তক্ষরণ হয় সবার। আর তিনি যদি হন কোন মহান মাতা ! তাহলে তাঁর মৃত্যু-শোকের সাগরে ভাসিয়ে দিয়ে যায় এলাকার সর্বস্তরের মানুষের হৃদয়কে। তাইতো সবাইকে কাঁদিয়ে চলে গেলেন অপ্রত্যাশিত শয়নে আওয়ামী লীগের ত্যাগী জননী বীর মুক্তিযোদ্ধা শাহান আরা আব্দুল্লাহ।
ঠিক তেমনি মমতাময়ী মা শাহান আরা আবদুল্লাহ’কে হারিয়ে মাতৃ হারার শোকে মূহ্যমান আগৈলঝাড়া, গৌরনদী, বরিশাল নগরিসহ গোটা দক্ষিনাঞ্চলের জনপদ। হৃদয়ের হাহাকার থেকে বাদ পরেনি ঢাকাসহ দেশের কোটি মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসার মূর্ত প্রতীক শাহান আরা আবদুল্লাহর শুভাকাঙ্খীরাও। শাহান আরা আবদুল্লাহ। এক ¯েœহময়ী, মমতাময়ী মা। যার বটবৃক্ষের মতো সুবিশাল হৃদয়ের ছায়ায় আশ্রিয় ছিলো নিজের সন্তানের মতো হাজারো, লাখো-কোটি নেতাকর্মী।
রবিবার (৭জুন) রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকলের মায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছেন পরপারে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
শোক জানিয়েছেন রতœগর্ভা মা শাহান আরা আবদুল্লাহ’র জন্য অশ্রু সজল তার পরিবার সদস্যদের সাথে অগনিত শুভাকাঙ্খীরাও।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), সাবেক চীফ হুইপ, বরিশাল-১ আসনের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী শাহান আরা আবদুল্লাহ’র ছিলেন রতœগর্ভা মাতৃ রুপের পাশাপাশি ঐতিহাসিক বর্নাঢ্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অংগনে বিচরণ করা কিংবদন্তি প্রতীক। আমরা হারালাম ক্ষনজন্মা এক ঐতিহাসিক মহিয়ষী নারী বীর মুক্তিযোদ্ধা শাহান আরা আব্দুল্লাহকে।
ছাত্র জীবন থেকেই বরিশালের রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন শাহার আরা বেগম। গৌরনদীর মেয়ে ও আগৈলঝাড়ার গৃহবধু শাহান আরা আবদুল্লাহ ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য। দায়িত্ব পালন করেছে বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে। তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন রাজনৈতিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ভিত গড়ার কাজে।
মুক্তিযোদ্ধা শাহান আরা আবদুল্লাহ ‘৭৫ এর ১৫ আগস্টের জাতির পিতার সাথে বর্বোরোচিত নশংস হত্যাকান্ডে শহীদ হওয়া তার শ্বশুর সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত ও তার শিশুপুত্র সুকান্ত আবদুল্লাহ হত্যার প্রত্যক্ষদর্শী। নিজেও হয়েছিলেন ঘাতকের বুলেটে গুরুতর আহত।
ব্যক্তি জীবনে তিনি স্বামী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, একমাত্র মেয়ে কান্তা, বড় ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মেঝ ছেলে এফবিসিআইসি’র অন্যতম পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ এবং ছোট ছেলে বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর এ মৃত্যুর খবরে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষনেতারা হাসপাতালে ছুটে আসেন। এদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গির কবির নানক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয়, বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ও উজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল সেখানে উপস্থিত হয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান। ওই রাতেই পিজি হাসপাতালের অভ্যান্তরে সাহান আরা আব্দুল্লাহর গোসলকার্য শেষে সেখানে প্রথম জানাজা নামাজ অনুষ্টিত হয়। পরে রাত পৌনে ৩টায় তার মরদেহ নিয়ে গাড়ির বহর বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়। সাংসদ শাহে আলম, গোলাম ফারুক ও ইকবাল হোসেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহকে সাথে নিয়ে একই গাড়িতে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেন। আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি দুই পূত্রকে সাথে নিয়েছিলেন। তার একমাত্র কন্যা ভারতের বোম্মে স্বপরিবারে বসবাসকারী আঞ্জুমান আরা কান্তা এ সময় মায়ের পাশে থাকতে পারেননি।
দলীয় নেতাকর্মীরা জানায়, আগে থেকেই নির্ধারিত মুসলিম গোরস্থানে দাফন স্থান নির্ধারণ ও সকাল ৮টায় তৎসংলগ্ন জামে মসজিদে ছোট পরিসরে নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা অনুযায়ী ঠিক পৌনে ৮টায় সাহান আরা আবদুল্লাহর মরদেহ বরিশালে প্রবেশ করে। প্রথমে তাকে কিছু সময়ের জন্য জীবদ্দশায় দাম্পত্ত্য জীবনের স্মৃতিঘেরা নীড় কালিবাড়ীর সড়কের বাস ভবনে রাখা হয়েছিলো।
৮ জুন সোমবার সকালে মরহুমার লাশ বরিশাল পৌছলে জেলা প্রশাসন, বরিশাল সিটি কর্পোরেশন, মুক্তিযোদ্ধা, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামজিক ও সাস্কৃতিক ব্যক্তিত্বরা সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় শোকার্ত পরিবার সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন তারা। সকালে বরিশাল মুসলিম গোরস্থান মাদ্রাসা প্রাঙ্গণে গার্ড অব অর্নার প্রদান এবং জানাজা শেষে বরিশাল মুসলিম গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়েছে। আর লাশ দাফনের মধ্য দিয়ে শাহান আরা আবদুল্লাহর ঐতিহাসিক বর্ণাঢ্য জীবনের অবসানের সাথে পতন হলো একটি জলন্ত ণক্ষত্রের। সেই সাথে সমাপ্তি ঘটলো এক মহিয়সী নারীর ৭০ বছরের জীবন অধ্যায়ের। সঙ্গিহীন হলেন বরিশাল আওয়ামী লীগের কর্নধর আবুল হাসানাত আব্দুল্লাহ। মাত্যৃহারা হলেন ৪ সন্তান। আওয়ামী লীগ হারালেন একজন ত্যাগী সৈনিককে। সব কিছু মিলিয়ে বিয়োগান্তের শেষ যোগফলে বরিশাল শোকে স্তব্দ, চাপা কান্না বইছে নিকট আত্মীয় ও শুভাকাঙ্খিদের হৃদয় ভেঙ্গে। ফের দেখা যাবে না সাহান আরা আব্দুল্লাকে। কিন্তু বরিশালবাসীর মাঝে তিনি জীবন্তই থাকবেন, কাঁদাবেন তার স্মৃতির পাতা উল্টালে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com