রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দখল হওয়া জমি কে রক্ষার দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী ও সচেতন মহলের নাগরিকরা। সোমবার(১৫জুন) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের মূল ফটকে মানববন্ধনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুলসংক্ষক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির বিপুল পরিমান জমি রয়েছে। পাঁচজন জমিদাতা বিদ্যালয়ে ৯ একর জমি দান করেছেন। তবে বিভিন্ন সময় ভূমিদস্যুরা বেশকিছু জমি দখল করে নিয়েছে। বর্তমানেও বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আতাত করে ভূমিদস্যুরা জমি দখলে নেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাসকে সংকুচিত করে পিছনের জমি দখলে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে ভূমিদস্যুরা। বিপুল পরিমাণ জমি থাকা সত্যেও বিদ্যালয় প্রাঙ্গণকে একটি কংক্রিটের জঙ্গলে আবদ্ধে পরিণত করা হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজাপুর শাখার চেয়ারম্যান আবুল হাসনাত আবদুল্লাহ, সাবেক অধ্যক্ষ শাহজাহান মোল্লা প্রমুখ। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামন বলেন, ‘আমি শুনেছি, আগে বিদ্যালয়ের কিছু জমি বেদখল হয়েছে। তবে আমি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের কোন জমি বেদখল হয়নি। আমি যতদিন দায়িত্বে আছি বিদ্যালয়ের এক ইঞ্চি জমিও বেদখল হতে দেওয়া হবেনা।’
Leave a Reply