অ্যাকাউন্টের মালিক সশরীরে উপস্থিত না হলে পেনশনের টাকা মিলবে না। অসুস্থ শয্যাশায়ী মায়ের কথা ওই ব্যাংক কর্মকর্তাকে জানালেও টাকা দিতে রাজি হননি তিনি। পরে টাকা তুলতে ১০০ বছর বয়সী মাকে খাটে শুইয়ে ব্যাংক পর্যন্ত টানতে টানতে আনে তার ৬০ বছর বয়সী মেয়ে। আর এ ঘটনা প্রকাশ হওয়ার পর এমন আচরণের সমালোচনা করছে স্থানীয়রা।
ভারতের উড়িষ্যা প্রদেশের প্রত্যন্ত গ্রামের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলেছেন, গত ১০ জুন উড়িষ্যার নুয়াপাড়া জেলার বরগাঁও গ্রামের বাসিন্দা পুঞ্জিমাতা দেই তার শয্যাশায়ী মা লাভে বাঘেলকে খাটে শুইয়ে কাঁচা সড়ক ধরে টানতে টানতে উৎকল গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখায় নিয়ে যান। পেনশন ভাতার ১ হাজার ৫০০ টাকা তুলতে গেলে ব্যাংক কর্মকর্তা অ্যাকাউন্টের মালিককে আনতে বলেন।
অসুস্থ শয্যাশায়ী মায়ের কথা ওই কর্মকর্তাকে জানালে তাতেও টাকা দিতে রাজি হননি তিনি। পরে উপায় না দেখে খাটিয়ায় শুইয়ে অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যান পুঞ্জিমাতা দেই। ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন বরগাঁও গ্রামের বাসিন্দারা।
Leave a Reply