করোনার উপসর্গ নিয়ে ভোলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম খলিলুর রহমান (৪৯) মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে তিনি মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই দিন আগে এবিএম খলিলুর রহমান জ্বর ও কাশি নিয়ে শেবাচিমে ভর্তি হন। সেখানে তার করোনা পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট এখনও আসেনি। এরই মধ্যে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
খলিলুর রহমানের গ্রামের বাড়ি বরগুনার তালতলি। তিনি ২০১৪ সালে ভোলার লালমোহনে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ওই বছরেই তিনি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে ভোলায় কর্মরত ছিলেন।
Leave a Reply