পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) রাতে ও মঙ্গলবার (১৬ জুন) সকালে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- শহরের টাউন জৈনকাঠী এলাকার হাসিনা বেগম (৬৫) ও শহরের নন্দকানাই এলাকার বাসিন্দা আবু জাফর (৬০)। ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কামরুজ্জামান জানান, গত ১৩ জুন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তারা। পরে তাদের নমুনা সংগ্রহ করা হয়। এরই মধ্যে সোমবার রাতে হাসিনা বেগম ও সকালে আবু জাফরের মৃত্যু হয়। তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফনের নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, গত কয়েক দিনে পৌর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হঠাৎ আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় পৌরসভার পাঁচটি ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করে লকডাউন করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ১১ জন।
Leave a Reply