নিজস্ব প্রতিবেদক ॥ পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর প্রিভিলেজ স্টাফ হাদিস মীরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং- ২.০০.০০০০.০৩২.১১.০০২.১৯-১০১) বিষয়টি নিশ্চিত করা হয়। হাদিস মীর বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামের বাসিন্দা আ: খালেকের পুত্র। মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেটস এবং ডেপুটি মিনিস্টার (রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট ১৯৭৩ সালের অধীনে ২০১৯ সালের ২৯ জানুয়ারি ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন হাদিস মীর। পরবর্তীতে পানিসম্পদ প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী চলতি বছরের ১ জুনের পূর্বাহন থেকে তাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এই অফিস আদেশের অনুলিপি প্রতিমন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, হিসাব রক্ষণ কর্মকর্তা, অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা, যুগ্ম সচিবের ব্যক্তিগত কর্মকর্তা এবং অব্যাহতি পাওয়া ব্যক্তিগত কর্মকর্তার বরাবর প্রেরণ করা হয়েছে।
Leave a Reply