নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণ-পশ্চিমা মৌসুমি বায়ু প্রবাহের কারণে গতকাল বুধবার (১৭ জুন) সারাদিন একটানা বৃষ্টি হয়েছে নগরজুড়ে। আষাঢ়ের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে শুরু হওয়া এই বৃষ্টি খ্যান্ত দেয় বুধবার বিকালে। তবে আকাশে মেঘমালা আর গুমটভাব থেকেই যায়। বরিশাল আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৭৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গতকাল বুধবার সকালে ধারাবাহিক এই বৃষ্টির পরিমাণ ছিল ৫৩ দশমিক ৮ মিলিমিটার। এমন মাঝারি থেকে ভারী বর্ষণ আরও তিনদিন বিরাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিসের পর্যবেক্ষকগণ। আবহাওয়া অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের জেষ্ঠ্য পর্যবেক্ষক প্রণব কুমার রায় জানিয়েছেন, মৌসুমি গভীর সঞ্চরণশীল মেঘমালার উপস্থিতি পাওয়া গেছে এই অঞ্চলের আকাশ সীমায়। যে কারণে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই ধারা আগামী শনি কিংবা রবিবার পর্যন্ত চলমান থাকতে পারে। সেই সাথে আবহাওয়া অনেকটা শীতল থাকবে। তিনি আরো জানান, এই সময়ে উপকূলীয় অঞ্চলগুলোতে তিন (৩) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে মাছ ধরা নৌযান গুলোকে তীরবর্তী এলাকাতে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। এছাড়া স্থানীয় নদী বন্দর গুলোতে এক (১) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করা হয়েছে।
Leave a Reply