গৌরনদী প্রতিনিধি ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশালের গৌরনদী উপজেলাকে ইয়োলো জোন হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি এ ঘোষণা করেন। এ ছাড়া পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলা রেড জোন হওয়ায় উপজেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্পটে চেকপোস্ট বসিয়েছে লকডাউন করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়ৎত মোঃ আমরুল্লাহ জানান, এ যাবত সর্বমোট ৪০৬টি করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ২৯ জনের শরীরে করোনার সনাক্ত হয়েছে। শনাক্তকারীর মধ্যে একজন মৃত্যুবরণ করেছে। সুস্থ্য হয়েছেন ৫জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যাপ অনুযায়ী জেলা প্রশাসনের নির্দেশে উপজেলাকে ইয়োলো জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুব রহমান জানান, পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলা রেডজোন চিহ্নিত হওয়ায় গৌরনদী উপজেলার জনসাধারণের নিরাপত্তার কথা চিন্ত করে সীমান্তবর্তী যাতায়াতের পথ টরকীচর ব্রিজসহ বিভিন্ন স্পটে পুলিশ চেকপোস্ট বসিয়ে জনসাধারণসহ যানচলাচল বন্ধ করে দিয়েছে।’
Leave a Reply